উত্তর: জন্ডিস হচ্ছে মূলত ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। বিস্তারিত: জন্ডিসে আক্রান্ত ব্যক্তির চোখের সাদা অংশ, পায়ের চামড়া ও প্রসাফ হলুদ বর্ণ ধারণ করে। পেটে ব্যাথা ও জ্বর হতে পারে। খাদ্যে রুচি থাকে না এবং বমি হতে পারে। রোগের মাত্রা বেশি হলে রোগীর মৃত্যুও হতে পারে। রোগির মূত্র, থুতু, লালা, বুকের দুধ, মল ইত্যাদিতে হেপাটাইটিস ভাইরাস থাকে। সাধারণত খাদ্রব্যের মাধ্যমে এ রেগোর জীবানু শরীরে প্রবেশ করে।