পেভিসন ক্রিম মুখে ব্যবহার না করাই ভালো। মুখের চামড়া খুব সেনসেটিভ, তাই সমস্যা হতে পারে। তবে বিশেষ সতর্কতা অবলম্বন করে যে জায়গায় সমস্যা আছে সে জায়গায় অল্প পরিমাণে লাগাবেন।পুরো মুখে মাখবেন না কখনো। ক্রিম শুকিয়ে গেলে পরে টিস্যু দিয়ে সেই জায়গা ভালো করে মুছে নিবেন তারপর মুখ ধুবেন। নাহলে ক্রিম পুরো মুখে মুখে হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় একজন চর্ম রোগ ডাক্তারের পরামর্শ নিলে। উনারা ভালো পরামর্শ দিতে পারেন।