ছেলেদের অন্ডকোষ খুব গুরুত্বপূর্ণ। ছেলেদের অন্ডকোষে শুক্রানু এবং টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। শরীরের মাসল বৃদ্ধির জন্য টেস্টোস্টেরন হরমোন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া টেস্টোস্টেরন ছাড়া শুক্রানু তৈরি হয় না। কোন ছেলের যদি অন্ডকোষ না থাকে তবে সে বাবা হতে পারবে না। তবে একটি অন্ডকোষ দিয়েও স্বাভাবিক ভাবে চলাফেরা সম্ভব এবং বাবা হওয়া যায়। অনেক সময় অন্ডকোষে আঘাত লাগে সেক্ষেত্রে ও শুক্রানু তৈরি বাধাগ্রস্ত হতে পারে।
বেশিরভাগ ছেলের অন্ডকোষ থাকে। যদি অন্ডকোষে সমস্যা থাকে সেক্ষেত্রে একজন হরমোন বিশেষজ্ঞ দেখানো যেতে পারে। পরীক্ষা নিরীক্ষা এবং টেস্ট করে সেক্ষেত্রে আসল সমস্যা বের করতে হবে।