আমার একটা নাকের ছিদ্রের ভিতরে,হাড় বাঁকা ছিল আমি নিঃশ্বাস নিতে পারতাম না ভাল। ডাক্তার বলেছিল নাকের হাড় বাঁকা অপারেশন করতে হবে গত পাঁচ মাস আগে আমি অপারেশন করি। আমার শরীরে এলার্জি ও আছে মাঝে মাঝে গোসল করলে শরীর চুলকায়। অপারেশনের আগেও নাকের ভিতরে ভেজা থাকতো। অপারেশন করে এখন আমি মালয়েশিয়াতে এসেছি এখানেও সেই নাকের ভিতরে ভেজাই থাকে অল টাইম অনেকক্ষণ পর পর গলা ঝাড়া দিতে হয় গলার ভিতরে স্লেষা মত জমে। আমি এখন দেশের বাইরে থাকি এটা থেকে বাঁচার উপায়টা যদি প্লিজ বলতেন।
Gender. male age. 25