বিটকয়েন একটি ভার্চুয়াল মুদ্রা। এখানে একাউন্ট খোলার সুযোগ নেই। বিটকয়েন সাধারণত লেনদেন হয় এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে।কয়েকটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম হচ্ছে কয়েনবেস,বাইন্যান্স ইত্যাদি। বাংলাদেশ থেকে বেশিরভাগ লোকই বাইন্যান্স ব্যবহার করে। বাইন্যান্সে p2p ব্যবহার করে বিকাশ,রকেট ইত্যাদির মাধ্যমে লেনদেন করে বিভিন্ন ক্রিপ্টো কেনা যায়।বাংলাদেশ ক্রিপ্টো বৈধ নয়। তাই লেনদেন করার আগেই অবশ্যই ভেবে নিবেন।