অপারেশনের খরচ নির্ভর করবে ডাক্তার ভেদে।অপারেশন সাধারণত সবার দরকার হয় না। পাইলস হলেই যে অপারেশন করতে হবে এমন কোন কথা নেই। তবে পাইলস যদি বেশি সমস্যার কারণ হয়ে দাড়ায় তাহলে অপারেশন করে নিতে পারেন। এখন কাটাছেড়া ছাড়া লেজার দিয়ে পাইলস অপারেশন করা হয়।তাই ঝামেলা কম। সার্জারিতে এফসিপিএস কিংবা এমএস করা কাউকে দিয়ে অপারেশন করাতে পারেন। সরকারি হাসপাতালের অধ্যাপক হলে ভালো হয়।টাকা নির্দিষ্ট নেই।ডাক্তার ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে।