দীর্ঘ দিনের হস্তমৈথুনের অভ্যাস আছে, এখন কয়েক দিন পর পর হয় (চেষ্টা করি না করার - কিছু দিন পর পর এভাবে করে বাদ দেয়ার চেষ্টা করছি) কিন্তু এখনও সফল হইনি, এজন্য ডাক্তারের কাছেও গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয় নি।
লিঙ্গে জ্বালাপোড়া ছিল না, কিছু দিন বীর্য বের হওয়ার পর এমন জ্বলছিল, কিন্তু এখন সবসময় জ্বলে, প্রসাব কারার সময় বেশি জ্বালাপোড়া করে। কবে থেকে এমন জ্বালাপোড়া শুরু হয়েছে ঠিক মনে নেই, তবে অনেক দিন হবে, অনেকবার অ্যান্টিবায়টিক খেয়ে কাজ হয়নি।
কি সমস্যা হতেপারে? আর কোন ধরনের ডাক্তার দেখাবো? ইউরোলজিস্ট না অন্য কিছু?