আপনি অনলাইনে যদি জব করতে চান আপনার জন্য একমাত্র পেশা হতে পারে ফ্রিল্যান্সিং।তবে এর জন্য কাজ জানা লাগবে। যেমনঃ গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং,এসইও ইত্যাদি।এসব কাজ শেখার জন্য আপনাকে সময় দিতে হবে। এরপর বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে। যেমনঃ ফাইবার,আপওয়ার্ক এসব জায়গায় কাজ করতে পারবেন।
আরেকভাবে টাকা আয়ের উপায় হচ্ছে ব্লগিং করা। এরজন্য আপনাকে ডোমেইন হোস্টিং কিনে ব্লগিং করতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে বড় বড় লিখা লিখতে হবে।