আমার মনে হয় আপনি প্রশ্ন করতে চেয়েছিলেন যে ১২ এর মৌলিক গুণনীয়ক কয়টি …
যাইহোক আগে গুণিতক নিয়ে একটু আলোচনা করা যাক।
গুণিতক কি?~~~
গুণিতক হলো মুলত নামতা। যেমন ধরুন-
১০×১=১০
১০×২=২০
১০×৩=৩০
……….
এবার আলোচনা করা যাক গুণনীয়ক নিয়ে।
গুণনীয়ক কি?~~~
কোনো সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা গেলে সেই সংখ্যাটি প্রথম সংখ্যার গুণনীয়ক। যেমন -
১৪÷২=৭
১৪÷৭=২
এখানে ১৪ এর গুণনীয়ক ২,৭.কারণ এরা ১৪ কে নিঃশেষে বিভাজ্য করেছে।
এবার মৌলিক সংখ্যা ( prime number) নিয়ে আলোচনা করা যাক।
মৌলিক সংখ্যা
কোনো সংখ্যাকে যখন ঔ সংখ্যা ও ১ ছাড়া কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না তখন ঔ সংখ্যা টিকে মৌলিক সংখ্যা বলে।
এতক্ষণ এত বকবক যে কারণে করলাম এখন তা বলা যাক।
আপনার প্রশ্ন হচ্ছে ১২ এর মৌলিক গুনিতক কত?
এতক্ষণ যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে ১২ এর মৌলিক গুণিতক নেই। তবে এ ব্যাটার মৌলিক গুণনীয়ক রয়েছে।
১২÷১=১২
১২÷২=৬
১২÷৩=৪
১২÷৪=৩
১২÷৬=২
১২÷১২=১
তে এখানে কোন ভাজকগুলোকে ঔ সংখ্যা ও ১ ব্যতিত অন্য সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না?
৩ তাই না?
সুতরাং ৩ ই হলো ১২ এর মৌলিক গুণনীয়ক।
আশা করি ভালো লেগেছে।
ধন্যবাদ।