একটি উপাত্তের মোট উপাদান গুলো ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিন্যাস্ত করলে প্রতিটি শ্রেণির উপাদানকে গনসংখ্যা বলে। এখানে উপাদান হচ্ছে হিসাবের বিষয়। যেমন ১০০ জন খেলোয়ারপকে ভিন্ন ভিন্ন ৫ টি খেলার দলে ভাগ করলে ফুটবল ক্রিকেট ইত্যাদি দলে যে কয়জন খেলোয়ার পড়বে ঐ দলকে গনসংখ্যা বলা হবে।