মূলদ সূচকসমূহ কোন সংখ্যা b এর n–তম মূল x এমন একটি সংখ্যা যেন xn = b। যদি b একটি বাস্তব ধনাত্মক সংখ্যা এবং n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে xn = b এর একটিমাত্র বাস্তব ধনাত্মক সমাধান আছে। এই সমাধানকে বলা হয় b এর মুখ্য n–তম মূল। একে n√b-আকারে লেখা হয়, যেখানে √ হলো মূল চিহ্ন।