ক্ষারকের বৈশিষ্ট্য দেওয়া হলো— ♦ এরা হাইড্রোজেন আয়ন (H+) গ্রহণ করে এবং হাইড্রোক্সাইড আয়ন (OH-) দান করে। ♦ এরা স্বাদহীন। ♦ এরা এসিডের সঙ্গে বিক্রিয়া করে পানি ও লবণ উৎপন্ন করে। ♦ সকল ক্ষারক পানিতে দ্রবীভূত নয়। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। ♦ এরা পিচ্ছিল। ♦ এরা লাল লিটমাসকে নীল করে।