133 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন Level 8

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
লাভ ক্ষতির শর্টকার্ট (সূত্র)
১. কোনো পণ্য x টাকায় বিক্রি করায় y% ক্ষতি হলে ক্রয়মূল্য কত?

এক্ষেত্রে সূত্র হচ্ছে, ক্রয়মূল্য = ( ১০০
×
x)
÷
( ১০০ - y)

২. p টাকায় xটি পণ্য ক্রয় করে q টাকায় কতটি পণ্য বিক্রি করলে y% লাভ হবে?

এক্ষেত্রে সূত্র হচ্ছে, বিক্রয় করতে হবে এমন পণ্য সংখ্যা = (x
÷
p)
×
(১০০
×
q / (১০০ + y)

৩. কোনো পণ্যের বিক্রয়মূল্য x টাকা হলে y% লাভ হয়। এক্ষেত্রে ক্রয়মূল্য কত?

ক্রয়মূল্য = (১০০
×
x)
÷
(১০০ + y)

৪. কোনো পণ্য বিক্রি করে ক্রয়মূল্যের y% লাভ হয়। এক্ষেত্রে মোট লাভ x টাকা হলে বিক্রয়মূল্য কত?

বিক্রয়মূল্য = { x (১০০ + y)} / y

৫. p টাকায় x টি পণ্য বিক্রি করলে y% ক্ষতি হয়। একই পণ্যে z% লাভ করতে চাইলে p টাকাতেই কতটি পণ্য বিক্রি করতে হবে।

বিক্রয় করে হবে এমন পণ্য সংখ্যা =  x
×
(১০০ – y) /(১০০ + z)

৬. xটি পণ্যের ক্রয়মূল্য yটি পণ্যের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?

শতকরা লাভ = (x - y)
×
১০০
÷
৫%

৭. x% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করার পর যদি বলা হয় যে ওই মূল্যের থেকে y টাকা বেশিতে বিক্রি করলে তার ক্রয়মূল্যের উপর z% লাভ হতো তবে ক্রয়মূল্য কত?

ক্রয়মূল্য = (১০০
×
y)
÷
(x + z)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
1 উত্তর
21 সেপ্টেম্বর 2022 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
1 উত্তর
20 সেপ্টেম্বর 2022 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
1 উত্তর
1 উত্তর
05 জুলাই 2022 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
1 উত্তর
16 জুন 2022 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
1 উত্তর
16 জুন 2022 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...