অংক (Digit) অংক হচ্ছে হিসাবনিকাশ ও গণনার কাজে ব্যবহৃত চিহ্ন বা প্রতীক। গণিতে মোট অংক রয়েছে ১০টা। এগুলো হচ্ছে- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯। এদের মধ্যে সার্থক অংক ৯টা- ০ বাদে ১ থেকে ৯ পর্যন্ত, অভাবজ্ঞাপক অংক ১টা- এটি হচ্ছে শূন্য (০), একে সাহায্যকারী সংখ্যাও বলা হয়। সংখ্যা (Number) এক বা একাধিক অংক মিলে সংখ্যা তৈরি হয়। সংখ্যার শেষে টি, টা, খানা থাকে। যেমন- ৭ টা বল, ১০ খানা বই, ৩২ টা ছাত্র।…