ভাগশেষ নির্ণয়ের সূত্র হচ্ছে =ভাজ্য -(ভাজক ×ভাগফল)
এই গুরুত্বপূর্ণ সূত্রটি উদাহরণের মাধ্যমে আরেকটু বিস্তারিত বোঝা যাক। ধরুন ৯৭ কে ২ দিয়ে ভাগ করলাম এতে ভাগফল আসলো ৪৮ কিন্তু আমাদের ভাগশেষ জানা নেই। আমরা উপরের সূত্রটি প্রয়োগ করে ভাগশেষ জেনে নিতে পারে।
এখানে ভাজ্য ৯৭, ভাজক ২ এবং ভাগফল ৪৮।
৯৭-(২*৪৮)
ভাগশেষ হবে ১। তাহলে আমরা সূত্রটির মাধ্যমে ভাগশেষ ১ পেলাম।