বাংলাদেশি টার্গেট ভিজিটর সাইটের জন্য বিডিআইএক্স সেরা। আপনার ওয়েব সাইটের বেশিরভাগ ভিজিটর যদি বাংলাদেশের হয় তাহলে আপনার জন্য বিডিআইএক্স সবচেয়ে ভাল অপসন। আর বিডিআইএক্স কানেক্টেড হোস্টে করা সার্ভারে লোকাল ভিজিটরের জন্য সিডিএন ব্যাবহারের প্রয়োজন নেই।লেটেন্সি কম হওয়ায় রাউটিং খুব দ্রুত হয় । হোস্টিং সার্ভারের লোকেসন ওয়েব সাইটের ব্যবহারকারীর কাছাকাছি হয় সেই সাইট ভিজিটের প্রান্তে তত দ্রুত গতিতে লোড হবে।
প্রতিটি ইন্টারনেট সরবরাহকারী এমনকি মোবাইল অপারেটর এবং বিডিআইএক্সের অতিরিক্ত ব্যান্ডউইথ রয়েছে, যেমন গ্লোবাল ৩০ এমবিপিএস এবং বিডিআইএক্স ১ জিবিপিএস পর্যন্ত। এজন্য ওয়েব সাইট খুব দ্রুত লোড হয়।
মনে করুন আজ গ্লোবাল ইন্টারনেট যে কোনও কারণে সমস্যা হয় বা বন্ধ থাকে, তবুও আপনার বিডিআইএক্স হোস্টিংয়ের সাইটটি স্বাভাবিক হবে দেশিও ভিজিটর রা সাইট ভিজিট করতে পারবে। বিডিআইএক্স হোস্টিংয়ের রিসোর্স বা প্যাকেজ গুলি কেমুন হয় তা দেখে নিতে পারেন এখান থেকে।