আমার কম্পিউটারে যেকোনো সফটওয়্যারে ঢুকলে শুধু একটা সফটওয়্যারে ঢুকে যায়।
যেমন আমি মাইক্রসফট ওয়ার্ডে ঢুকলে ফটোশপে ঢুকে যায়।
যে সফটওয়্যারেই ঢুকিনা কেন ফটোশপে ঢুকে যায়। কারনটা বুঝলাম না কিভাবে ঠিক করবো
সব অ্যাপ্লিকেশন এর আইকন গুলো ফটোশপের আইকন হয়ে গেছে।
প্লিজ সমাধান দিন।