আমি রুনা। আমার সমস্যা হচ্ছে আমি আমার পড়াশুনা নিয়ে খুব হতাশ।
আমি ভর্তি পরীক্ষা নিয়ে হতাশ।
আমার ঘটনাটির শুরু ২০১৯ সাল থেকে। সেবছর আমি এইচএসসি পাস করি। আমি সেবছর ঢাবিতে ভর্তি পরীক্ষা দেই খ ইউনিটে। খ ইউনিটে আমি টিকে যাই। কিন্তু সিরিয়াল পিছনে পরে যায়। যার কারণে আমার বিষয় আসে সংগীত। কিন্তু আমি তখন সংগীত বিষয়টিকে তেমন গুরুত্ব দেইনি। তাই সেটির প্রতি তেমন আগ্রহ জন্মায়নি। আর ভাইভার জন্য আমি তেমন প্রস্তুতি নেইনি। যার কারণে তখন আমার সংগীতের ভাইভা খারাপ হয় এবং আমি আর সেখানে ভর্তি হতে পারিনি।
কিন্তু এখন আমার এই বিষয়টি নিয়ে খারাপ লাগে। মাঝেমাঝে হতাশ লাগে। কেন এমন করলাম।
কিন্তু আমি হতাশাকে ঝেড়ে সামনে আগাতে চাই। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাই। কিন্তু আমি এখানে খুব খারাপ একটি কাজ করে ফেলেছি। আমি নিজেকে ঢাবি ছাত্রী পরিচয় দিয়ে একটি সংগঠনের সাথে কাজ করতে শুরু করে দিয়েছি। সংগঠনের সবাই জানে আমি ঢাবিতে পড়ি। এখন আমার ভয় হয় যদিতারা কোনো ভাবে জানতে পারে আমি ঢাবির না তাহলে কি হবে ?
সবকিছু মিলিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমার এখন কি করণীয়?