টাইম স্কেল মানে গ্রেডের উন্নতি। আপনি এখন যে গ্রেডে বেতন পাচ্ছেন সেই গ্রেড থেকে নির্দিষ্ট সময় পরপর প্রমোশন দেওয়া হয়। এটাই টাইমস্কেল। সরকারি অনেক পদ যেগুলোতে পদের প্রমোশন খুব কম হয়। মানে যেগুলি ব্লক পোস্ট। টাইম স্কেলের ফলে পদের প্রোমশন না হলেও গ্রেডের প্রমোশন হয়। এতে বেতন বৃদ্ধি পায়।