সালামের সঠিক জবাব,
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
‘ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু’
আরবী দেখে এর সহীহ উচ্চারণ শিখে নেয়া উচিত অন্যথায় ন্ঠ বাদ পড়ে যায়- ‘ওয়া আলাইকুমুস সালাম’-এর স্থলে ‘অলাইকুম...’ হয়ে যায়, যা স্পষ্ট ভুল। (বি.দ্র. বাংলায় আরবীর পুরোপুরি সহীহ উচ্চারণ করা সম্ভব নয়, তাই কোন আলেম থেকে শিক্ষে নিবেন)।