এডে যদি কোন হারাম বিষয় বস্তু থাকে তাহলে সেটি হারাম বলে গন্য হবে। যেমন এডে যদি মদ,জুয়া বিভিন্ন হারাম বস্তুর বিজ্ঞাপন থাকে তাহলে সেটি হারাম। এছাড়া এডে অনেক সময় অর্ধ উলঙ্গ নারীর ছবি থাকে তাই সেটিও হারাম। ইউটিউবের এডগুলিতে এটি সাধারণত বেশি দেখা যায়।ওয়েবসাইটের এডে তেমন দেখা যায় না বললেই চলে।