যদি ভাগশেষ না থাকেঃ
ভাগফল= ভাজ্য/ভাজক
যদি ভাগশেষ থাকেঃ
ভাগফল= (ভাজ্য-ভাগশেষ)/ভাজক
ভাগফল নির্নয়ের উপরের এই সূত্রটি দেখতে অনেক সহজ মনে হলেও অনেকেই এটি ভুলে যান। চাকরির পড়াশোনা এবং সাধারণ গনিতে এই সূত্রটি অনেক কাজের।
চলুন উদাহরণ দিয়ে আরো বোঝা যাক। ধরুন ৫০ কে ২ দিয়ে ভাগ করা হবে।তাহলে এখানে ভাজ্য হচ্ছে ৫০ এবং ভাজক হচ্ছে ২ তাহলে ভাগফল হবে ২৫ এখানে কোন ভাগশেষ নেই।
আবার ধরুন ৫৫ কে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১ হয়।
এখন আমরা ভাগফল বের করতে পারি
(৫৫-১)/২
উত্তর হবে ২৭।