এসিড শব্দটি ল্যাটিন শব্দ এসিডাস থেকে এসেছে। বাংলায় একে অম্ল বলা হয়। নিচে এসিডের বৈশিষ্ট্য দেওয়া হলো—
এসিড স্বাদে টক।
১) এটি নীল লিটমাসকে লাল করে।
২)এটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে পানি ও লবণ উৎপন্ন করে।
৩) এটি ধাতুর কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে।
৪)প্রতিটি এসিডই হাইড্রোজেন আয়ন দান করতে পারে।
৫)যে এসিড যত বেশি হাইড্রোজেন আয়ন দান করে, সে তত বেশি শক্তিশালী।
৬) দ্রবণ ছাড়া ঘন এসিড অত্যন্ত বিপজ্জনক। এটি মানুষের ত্বকের জন্য ক্ষতিকর।