ইমিউনিটি সিস্টেম হলো রোগ প্রতিরোধ ব্যবস্থা। রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়ানোর কয়েকটি উপায় হলো:
-
বেশি বেশি দুগ্ধজাত খাবার খান।
-
প্রতিদিন ভিটামিন C এবং B জাতীয় খাবার খান।
-
পরিমিত চা-কফি খান।
-
ভাত বেশি খাবেন না।
-
নিয়মিত পরিশ্রম করুন।
-
মানসিক চাপ কমিয়ে ফেলুন।
-
কুকুর অথবা অন্যান্য প্রাণী পুষুন।
-
প্রাণখুলে হাসুন।
-
ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট রাখুন।
-
শরীরকে সচল রাখুন।
-
রাতে ভালোভাবে ঘুমান।