বাংলাদেশে এমবিবিএস করার পর ডাক্তাররা এফসিপিএস,এমডি,এমএস এই ডিগ্রিগুলি নিতে পারে।এইসব ডিগ্রি নেওয়ার মাধ্যমে ডাক্তাররা যেকোন একটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে পারে।যদিও এফসিপিএস এটি বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্য কোথাও চালু নেই।অন্যদিকে এমডি এবং এমএস এই ডিগ্রি দুটি সব দেশেই রয়েছে।যেমন পাশের দেশ ভারতেও এমডি এবং এমএস এই দুটি ডিগ্রি রয়েছে।এই দুইটি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি।