নিচে বর্ণিত উপায়টি সত্যই কার্যকর। আমি পরীক্ষা করে দেখেছি।
১. জোরে জোরে কাশি দিন।
২. এতে কাজ না হলে Olive Oil ব্যাবহার করুন। এই তেল কাঁটাকে গলার ভেতরে নিয়ে যাবে।
৩. এতেও কাজ না হলে পানিতে ভিনেগার যোগ করে তা খান। ভিনেগার একপ্রকার জৈব এসিড। তাই একে পানিতে দিলে H+ আয়ন পাওয়া যায়। এই আয়ন কাঁটাকে গলিয়ে দেয়।
৪. এইসব ব্যার্থ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন!