390 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 6

2 উত্তর

+3 টি ভোট
করেছেন Level 6
নিচে বর্ণিত উপায়টি সত্যই কার্যকর। আমি পরীক্ষা করে দেখেছি।

১. জোরে জোরে কাশি দিন।

২. এতে কাজ না হলে Olive Oil ব্যাবহার করুন। এই তেল কাঁটাকে গলার ভেতরে নিয়ে যাবে।

৩. এতেও কাজ না হলে পানিতে ভিনেগার যোগ করে তা খান। ভিনেগার একপ্রকার জৈব এসিড। তাই একে পানিতে দিলে H+ আয়ন পাওয়া যায়। এই আয়ন কাঁটাকে গলিয়ে দেয়।

৪. এইসব ব্যার্থ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন!
করেছেন Level 7
–1
হুম, প্রয়োগ করে দেখতে হবে।
করেছেন Level 7
ভালো লিখেছেন। 
+2 টি ভোট
করেছেন Level 3
হালকা গরম ভাত খেতে পারেন এক মুঠ। এটে কলা খেয়ে দেখতে পারেন। জটিল হলে চিকিৎসকের পরামর্শ নিন। উপরে বর্ণিত উপায়গুলো সত্যই কার্যকর। পরীক্ষা করে দেখেছি!

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
0 টি উত্তর
1 উত্তর
12 সেপ্টেম্বর 2018 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
1 উত্তর
2 টি উত্তর
14 ডিসেম্বর 2017 "যৌন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md tushar Level 6
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...