কোন স্থানকে যখন মসজিদ হিসেবে আলাদা করে দেয়া হয়, এবং তাতে জনসাধারণকে নামায পড়ার জন্য উন্মুক্ত করে দেয়া হয়, তখন সেটা শরয়ী মসজিদে রূপান্তরিত হয়ে যায়। সেই স্থানটি জমিনের নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরোটাই মসজিদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত। (সুরা জীন আয়াত ১৮ দেখুন)
সে স্থানটিকে অন্যকোন কাজে ব্যবহার করা কখনোই জায়েজ হবে না। যদি কোন কারণে উক্ত স্থানে আর নামায পড়ার সম্ভাবনা না থাকে তাহলে উক্ত স্থানটি চারিদিকে দেয়াল দিয়ে আটকে দিতে হবে। যেন কেউ উক্ত স্থানের সম্মান নষ্ট না করতে পারে।
তাই উক্ত স্থানে মসজিদ ব্যতিত আর কোন স্থাপনা নির্মাণ কখনোই জায়েজ হবে না। এমনকি মসজিদের প্রয়োজনে টয়লেট, অযুখানা নির্মাণও জায়েজ নয়। আশা করি বুঝতে পেরেছেন।