শিরক অর্থ হলো শরিক করা ,অংশিদার করা। মনে করুন আমার ১০০০ টাকা আছে , এটার মালিকানায় আপনাকে অংশিদার করলাম। আরবী ভাষায় আমি ১০০০ টাকায় আপনাকে "শিরক" করেছি। ইসলামের পরিভাষায় আল্লাহর ক্ষমতা বা গুণগুলো কোনোকিছুর সাথে অন্য করোকে অংশিদার করা হলো শিরক। এখন আমাকে এটা বলেন যে, "আমরা করোনার চেয়েও শক্তিশালী " এ কথা দিয়ে আল্লাহর কোন গুণ বা ক্ষমতার সাথে অংশিদার করা হয়েছে? মনে করুন আমি বললাম "আমি পিঁপড়ার চেয়ে শক্তিশালী" এতেই কি আমি মুসরিক হয়ে যাবো?! এটা সত্য কি মিথ্যা, সেটা পরে দেখা যাবে। এইবার আপনার উত্তরে আসি। কথাটা সরাসরি শিরক না, তবে কিছুটা বাড়াবাড়ি। বলা উচিত ছিল "আল্লাহ সাথে থাকলে আমরা করোনার চেয়েও শক্তিশালী"