আপনি একাকি নামাজ পড়লে আওয়াজ করে তাকবির বা সূরাকেরাত পড়তে হবে না।হোক সেটা সুন্নত , ফরয , নফল কিংবা অন্য যেকোন নামাজ। মনে মনে তাকবির এবং সূরাকেরাত পড়ে নামাজ আদায় করেন কোন সমস্যা নাই।তবে আপনার অফিসে যদি নামাজের জামায়াত হয় তাহলে যিনি ইমাম হবেন তাকে ফরয নামাজে অবশ্যই তাকবির আওয়াজ করে দিতে হবে । । অফিস টাইমের মধ্যে সর্বোচ্চ দুই ওয়াক্তের নামাজেই পড়া হয় যহুর এবং আসর।এই দুই ওয়াক্তের ফরযে তো আওয়াজ করে সূরা কেরাত পড়া হয় না শুধু তাকবির গুলো আওয়াজ করে দিলেই হয় যদি জামায়াত হয়।