আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার একটা নিয়মতান্ত্রিক পথ আছে। তা হলো ইমেইল এর মধ্যমে।
পদ্ধতিঃ আপনি "পাসওয়ার্ড ভুলে গেছি" তে ক্লিক করুন। এর পর আপনার সদস্যনাম অথবা ইমেইল চাইবে। তা দিয়ে "পাসওয়ার্ড..... ইমেইল পাঠাও " তে ক্লিক করুন। এতে আপনার কাছে একটা ইমেইল যাবে। সেখানকার লিংকে ক্লিক করতে হবে অথবা সেখানে দেওয়া কোড টাইপ করে "next step" এ ক্লিক করতে হবে। এতে আপনি পাসওয়ার্ড পরিবর্তনের ফর্ম পাবেন। সেখানে নতুন পাসওয়ার্ড দিলেই পাসওয়ার্ড বদলে যাবে। ফলে হ্যাকার আবার হ্যাক না করে প্রবেশ করতে পারবে না। ছবিতে বিস্তারিত।
তবে হ্যাকার ইমেইল পরিবর্তন করে ফেললে এ কাজটা করতে পারবেন না। সেক্ষেত্রে প্রশাসকের সাথে একান্তভাবে যোগাযোগ করতে পারেন। অথবা ভাল কোনো হ্যাকার দিয়ে আইডিটাকে পাল্টা হ্যাক করাতে পারেন। আর উপদেশ হলোঃ শক্তিশালী পাসওয়ার্ড ব্যাবহার করুন।