প্রথমেই আপনাকে অভিনন্দন ও সুস্বাগতম জানাচ্ছি। আপনি এখন বেশ কিছু সুবিধা পাবেন। তবে প্রধানত ৩ টা সুবিধা বেশি গুরুত্বপূর্ণ। তাই এ তিনটি নিয়েই আলোচনা করছিঃ
১। অনুমোদন দেওয়াঃ কোনো প্রশ্ন, উত্তর বা মন্তব্যে ছবি, লিংক, অডিও, ভিডিও ইত্যাদি থাকলে তা আপনার অনুমোদনের অপেক্ষায় থাকবে। আপনি মেনুতে গিয়ে দেখেন অতিরিক্ত একটা অপশন আছে "প্রশাসন" নামে। সেখানে ক্লিক করলেই হবে।
২। নীরবে সম্পাদনাঃ আপনি কোনো পোস্ট সম্পাদনা করতে গেলে দেখবেন এখন একটা অতিরিক্ত অপশন আছে, নীরবে সম্পাদনার জন্য। সেখানে টিক চিহ্ন দিলেই কেউ বুঝতে পারবেন না যে পোস্টটি সম্পাদনা করা হয়েছে। নিচের ছবিতে বিস্তারিত।
৩। প্রশ্ন বন্ধ করাঃ কোনো প্রশ্ন ডুব্লিকেট মনে হলে, বা অন্য কোনো কারণে বন্ধ করতে প্রশ্নে "বন্ধ" নামের অপশন থাকে। এখানে ক্লিক করলে বন্ধ করার কারণ জানতে চাইবে। ডুব্লিকেট প্রশ্ন হলে মূল প্রশ্নের লিংক এখানে দিতে হবে। অন্য কারণ থাকলে তা লিখতে হবে। এরপর "বন্ধ কর" তে ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে। নিচের ছবিতে বিস্তারিত।