বাচ্চা বুকের দুধ খেলে মা কখন ও ই শুকিয়ে যায় না।উল্টো মায়ের স্বাস্থ্য শরীর আগের তুলনায় বহুগুন ভালো থাকে।আরও যদি ইসলামি শরিয়ত মোতাবেক দেখি তাহলে মায়ের প্রতিটি দুধের ফোঁটার জন্য মায়ের আমলনামায় ১ টি করে নেকি লেখা হয়।নিজ গর্ভের সন্তানকে দুধপান করানোর চেয়ে ভালো অনুভূতি আর কি হতে পারে?এছাড়া স্তন্যদানের মাধ্যমে স্তন ক্যান্সারের ঝুকি কমে যাওয়ার সম্ভাবনা ও বিজ্ঞান প্রমাণিত।