352 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 6
হানাফি, শাফেঈ, হাম্বলি, মালেকি, সালাফি, ওহাবী, আহলে হাদিস, শিয়া, আহলে সুন্নত (সুন্নি), তাবলীগ, কওমি, আলিয়া, ফুরফুরা, চরমনাই.........      

যেহুতু আল্লাহ, তাঁর রাসুল সা., ইসলাম এক। তাহলে ইসলামে এত্তো দল কেন? আবার সব দলই বলছে আমরাই সাঠিক পথে; বাকিরা সবাই ভুল। তাহলে আসলে কারা সঠিক?  
করেছেন Level 3
–3
যে দলটিকে দেখবেন বিশুদ্ধভাবে কুরআন ও সহীহ হাদীসের অনুসরন করে চলে তারাই মূলত সঠিক পথে রয়েছে। কেননা তারা ওহির বাণীকে মেনে চলে।
করেছেন Level 6
আমি জানতে চেয়েছি এত দল "কেন"?   
করেছেন Level 3
কেন ভাই আপনি কি রাসুল (সা) এর হাদিসটি জানেন না যাতে তিনি বলেছেন যে আমার উম্মত ৭৩ টি দলে ভাগ হবে আর একটি দল হবে নাজাত প্রাপ্ত যা আমি বলে দিয়েছি।

এই প্রশ্নটির উত্তর দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
0 টি উত্তর
1 উত্তর
19 ফেব্রুয়ারি 2018 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...