সবার পক্ষ থেকে বলছি , আমরা অনেক শ্রম , ঘাম , চিন্তা ব্যায় করে একটা প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্নকর্তার মনে আনন্দ জাগিয়ে তুলার চেষ্টা করি।আর একটা সম্মতি ভোটের আশা করি।কিন্তু আমাদের মধ্যেই কিছু ব্যবহারকারী কারো উত্তরে অযৌক্তিক এবং অন্যায়ভাবে ডাউনভোট দিয়ে ফেলি।যা উত্তর দাতার মনমানসিকতা কে একেবারেই নষ্ট করে দেয় মাঝে মাঝে হয়তো কেও বলে ফেলে এই সাইটে আর আসবই না তার পরেও কিছু সদস্যদের আন্তরিকতার টানে আবার আসে।কথা সেটা নয়।আসল কথা হল সবার পক্ষ থেকে আমি নির্বিকের মহা - প্রশাসক , প্রশাসক ও অন্যন্য বিশেষ সদস্যদের কাছে এর একটা সমাধানের আবেদন জানাই ।আমি চাই এমন একটা সিস্টেম করা হোক যখন কেও ডাউনভোট দিতে চাইবে তখন যেন নোটিশ আসে এই বলে যে "ডাউনভোট দিতে আপনি কি নিশ্চিত , তাহলে আপনার মন্তব্য জানান ,কেন ডাউনভোট দিতে চান ?তবে আপভোটের ক্ষেত্রে এটা দরকার নেই ।আমার পূর্নবিশ্বাস যে যদি এই কাজটা করা হয় তাহলে কোন সদস্যই বিন্ধু মাত্রও সাহস পাবে না অযৌক্তিক ডাউনভোট দিতে।যা নির্বিক কে আরো শক্তিশালী করে তুলবে আমি নিশ্চিত ।*** আপনারা কি বলেন ? প্লিজ , মতামত জানতে চাই***।