187 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 7
"নির্বিক ডট কম সম্পর্কে বিস্তারিত জানতে চাই" এরখম প্রশ্ন করেছিল Fahad ভাই নামের এক নতুন সদস্য ।তো আমি এর একটা উত্তর দিয়েছিলাম , কিছুক্ষন আগে আপডেটে দেখলাম একটা নোটিশ যে আপনার উত্তর টি নির্বাচিত হয়েছে এবং উত্তরের শুরুতে সর্বোত্তম উত্তর কথাটি অ্যাড করা হল। এখন আমার প্রশ্ন হল এটা কি Fahad ভাই সর্বোত্তম করেছে ? নাকি বিশেষ সদস্যদের কাজ ? এটা কেও প্লিজ জানাবেন।

1 উত্তর

+3 টি ভোট
করেছেন Level 6

কিছু বিশেষ সদস্য আর প্রশ্নকারী এমন কাজ করতে পারেন। উত্তর সেরা মনে হলে তাকে "সর্বোত্তম "  হিসেবে নির্বাচিত করা যায়। প্রশ্নকারীও একাজ করতে পারেন। আগে সর্বোত্তম উত্তরযুক্ত প্রশ্নে আর উত্তর দেওয়া যেত না। তবে বর্তমানে দেওয়া যায়। কারোর উত্তর "সর্বোত্তম" হিসেবে নির্বাচিত হলে তিনি অতিরিক্ত ৩ পয়েন্ট পান।       


একাজ করতে ভোট দেওয়ার বাটনের নিচে একটি বাটন থাকে। (শুধু উল্লিখিত সদস্যদের কাছে বাটনটি থাকে)    সেখানে ক্লিক করলেই নির্বাচিত হয়ে যায়। নিচের ছবিতে দেখুন। image   

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
28 সেপ্টেম্বর 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন ebrahim Level 7
1 উত্তর
01 অগাস্ট 2019 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন RAJ SARKAR Level 2
1 উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...