প্রত্যেক ফরয নামাজের পর এক বার আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তায়ালা মৃত্যুর সাথে সাথে জান্নাতে পাঠিয়ে দেন ।ঐ ব্যক্তিকে আল্লাহ তায়ালা মৃত্যুর সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করাতে থাকে যার ফলে বলা হয় মূত্যুর সাথে সাথে জান্নাতে পাঠিয়ে দেয়ার কথা। তবে আসল জান্নাত তো পাবে হাশরের বিচার দিনের পরেই। আশা করি বোঝতে পারলেন ।