আচ্ছা ভাই আগে আপনি বলেন উত্তরে আমি আল্লাহর যে প্রবিত্র বাণীটা কথা উল্লেখ করেছি সেটা কি ভুল ?আবার সেই আল্লাই তো আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ , রমজান মাসে রোজা ফরয করেছেন , সামর্থবানদের কে জাকাত আদায়ে নির্দেশ দিয়েছেন এবং হজ্ব আদায় করতে বলেছেন , তাই না। আল্লাহ আরেক জায়গায় বলেছেন যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার আর কোন হিসাব নেয়া হবে না , আরেক জায়গায় বলেছেন যে যৌবনকালের হিসাব ঠিকঠাক দিতে পারবে তার কোন হিসাবেই নেয়া হবে না।কার হিসাব নেয়া লাগবে আর কার লাগবে না এটা আল্লাহ তায়ালাই ভালো জানেন। তাহলে আপনি কেন এরখম কথা নিয়ে বিরোধ করছেন ।ভাই অবিশ্বাস করলে কিন্তু ইমানহারা হয়ে যাবেন।