বলা হয় না যেমন কর্ম তেমন ফল ।এই প্রসঙ্গে দুজন জান্নাতির মাঝে পার্থক্য হবে মর্যাদা , মান সম্মান , সুযোগ , সুবিধা ইত্যাদির দিক থেকে ।যার নেকি বেশি তাকে আল্লাহ তায়ালা নেক অনুযায়ী জান্নাতে নিয়ামত দিবেন।যার যার্রা পরিমান নেক থাকবে তাকেও তো আল্লাহ তায়ালা অজাব ভোগ করার পর ১০দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন।তার সুযোগ সুবিধা আর পাপের চেয়ে নেকি অনেক অনেক বেশি যার তার জান্নাতের নেয়ামত আজাব ভোগের পর জান্নাত লাভের ব্যক্তির সমান হতে পারে না।আপনিই বলুন আমাদের রাসূল সাঃ এর চেয়ে জান্নাতে সুখ আর কেও বেশি পাবে কি ? এই প্রশ্নের উত্তর যদি 'না' হয় , তাহলে আবার সেটাই বলব যেমন কর্ম তেমন ফল।