1,365 বার প্রদর্শিত
"মতামত" বিভাগে করেছেন Level 7

2 উত্তর

+3 টি ভোট
করেছেন Level 6

টমাস আলভা এডিসন, যিনি কিনা স্কুল পরীক্ষায় শত বার ফেল তো করেনই , পাশাপাশি নিজের গবেষণায় হাজার বার ব্যার্থ হন। একবার এক রিপোর্টার তাকে জিজ্ঞাসা করেন, '১ হাজার বার ব্যার্থ হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল?' তিনি বলেন-


'কই! আমি ১ হাজার বার ব্যার্থ হইনি তো! ওগুলো তো লাইট বালব আবিষ্কারের ১ হাজারটি ধাপ ছিল ' 

আমার কাছেও এই সংজ্ঞাটি প্রযোজ্য। আপাত দৃষ্টিতে যাকে ব্যার্থতা মনে হয় , তা আসলে সফলতার এক একটি ধাপ
করেছেন Level 7
ভাই এই প্রশ্নে আমার উত্তর টা কেমন ছিল সেটাই তো বললেন না
0 টি ভোট
করেছেন Level 7
তুহিন ভাই কেমন আছেন ? আমি ব্যর্থতার সংজ্ঞা দিলে বলব ব্যর্থতা হল সফলতার চাবিকাটি।কেননা মানুষ কোন কাজে ব্যর্থ হলে যদি এ থেকে শিক্ষা অর্জন করে নতুন আগ্রহে কাজ শুরু করে তাহলে অবশ্যই সফলতা আসে।একবার ব্যর্থ হয়ে পিছিয়ে পরলে কোন নিনেই গন্তব্যে পৌছানো যায় না।তাই পুনরায় কাজ শুরুকে বলব চাবি যা দিয়ে অবশ্যই অসাধ্যের দরজা খোলা যায়।তাই ব্যর্থতা হল সফলতার চাবিকাটি।
করেছেন Level 7
দুখিত উত্তরের শেষের ৩য় লাইনের একটা শব্দ মিসটেইক হয়ে গিয়েছে ।এটা হল নিনেই এখানে হবে দিনেই
করেছেন Level 7
ভালো লিখেছেন।:-)
করেছেন Level 7
ধন্যবাদ ভাই * অগাম ঈদ মোবারক্ * !
করেছেন Level 7
!ঈদ মোবারক!
করেছেন Level 7
আচ্ছা ভাই সেইদিনের জগড়া গোলি মন থেকে ভুলে যাবেন কিন্তু ।পারলে ভুল করে থাকলে মাপ করে দিবেন ।
করেছেন Level 7
আমার এত বড় মাপের মানুষকে নিয়ে তর্ক যুক্তি দেখানো বেয়াদব বলা ঠিক হয় নি।
করেছেন Level 7
তিনি যাই করোক না কেন তার কর্মফল তার আর আমার কর্মফল আমার ।
করেছেন Level 7
কেন, আপনি কি ভুল বুঝতে পেরেছেন? কি বুঝেছেন?
করেছেন Level 7
আমি কখনোই বিতর্কে প্রতিযোগীতায় অংশগ্রহণ করি নাই। তাও আমি তর্কে অনেকটা দক্ষ। আর হ্যাঁ, ঐ দিনের তর্ক কখনো ভুলতে পারবো না।
করেছেন Level 7
না ভাই ভুল বোঝতে পারা বিষয় না।আমি বলতে চাই তিনি যাই হোক বা করুক না কেন তার কর্মফল তার আর আমার কর্মফল আমার ।তাই এই দিক থেকে বলেছি তর্ক করার দরকার ছিল না।
করেছেন Level 7
তর্ক না করলে এতক্ষণে আপনার এই কথাটা মাথায় আসতো না।
করেছেন Level 7
আপনার সাথে শিক্ষনীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগীতা করতে পারলে ভালো হতো।
করেছেন Level 7
হা! হা! আমার ঐ সব বিষয়ে তর্ক করার অভিজ্ঞতা এখনও হয় নি।
করেছেন Level 7
আচ্ছা ভাই আপনি ইংরেজি গ্রামার বিষয়ে কেমন দক্ষ ?
করেছেন Level 7
তেমনটা নই।কারণ মাত্র 7-এ পড়ি।
করেছেন Level 7
কি!! মাত্র Class Seven ভাই সত্যি বলেছেন তো আপনার প্রোফাইল টা তো ক্লাস টু এর।
করেছেন Level 7
সত্যিই বলছি।আমি ২০১৮-এ সমাপনী দেই। আমার প্রোফাইল ২য় শ্রেণির, মানে?
করেছেন Level 7
ভাই ভয় পাইছেন নাকি
করেছেন Level 7
ভয়ের কি আছে? আমি তো আপনার কথা বুঝি নি।
করেছেন Level 7
এখন তো দেখছি, আপনিই ভয়ে পালালেন!
করেছেন Level 7
না ভাই মজা করেছিলাম !
করেছেন Level 7
রোজা রাখেন? আমি আলহামদিল্লাহ্ সবকটি আছি।
করেছেন Level 7
জি আলহামদুলিল্লাহ রোজা আল্লাহর রহমতে সবকটি রেখেছি এবং এর সাথে কোরআন খতম দিয়েছি একটি বাড়িতে আরেকটি মসজিদে তারাবির নামাজে
করেছেন Level 7
আচ্ছা ছোট ভাইয়া ডিভেইট কম্পিটিশন করবেন না ! আপনিই একটা বিষয় সিলক্ট করুন যেখানে আমরা বিতর্ক করতে পারি।
করেছেন Level 7
আপনিই বিষয়টা নির্বাচন করেন।
করেছেন Level 7
ফারহান ভাই বলেছেন, বিতর্ক করার জন্য কোনো প্রশ্ন করতে হবে না।এখন, ডিবেট বার্তায় করব নাকি?
করেছেন Level 7
না ভাই বার্তায় না । আমি বলব একটা Switable প্রশ্ন সিলেক্ট করব যেটার উত্তর পাঠাবেন আর সেখান থেকেই বিতর্ক চলতে থাকবে ।
করেছেন Level 7
আপনি কেমন বিষয় নিয়ে বিতর্ক করতে চান তা জানাবেন ।
করেছেন Level 7
বিষয়টা কি?
করেছেন Level 7
প্রশ্নটা এমন ভাবে করব যাতে কোন সমস্যাই হবে না।
করেছেন Level 7
আপনি আগে জানাবেন কেমন বিষয়ে বিতর্ক করতে চান। বিষয়টা কালকে সিলেক্ট করব আর কথা কালকেই হবে।আজ আর নয়।
করেছেন Level 7
প্রশ্নের ধরন এবং বিতর্কের সময়টা সিলেক্ট করে দিয়ে যাবেন।
করেছেন Level 7
বিষয়টা হবে, স্বপ্ন সম্পর্কে ভালো-মন্দ ধারণা করা যাবে কি?
করেছেন Level 7
আজকের মতো Good Night
করেছেন Level 7
তুহিন তুমি ৭ম শ্রেণীতে পড় তা আমি বিশ্বাস করতে পারলাম না ।
করেছেন Level 7
তুমি কি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে ?
করেছেন Level 7
সপ্তম শ্রেণীর ছাত্র কিভাবে জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান উদ্ভীদবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিষয়ের ক্রিটিকেল প্রশ্ন করতে পারে ?
করেছেন Level 7
বিশেষ করে হিসাববিজ্ঞান বিষয়ে একটা সপ্তম শ্রেণীর ছাত্রের কোন ধারনাই থাকতে পারে না ।
করেছেন Level 6
ভাইয়েরা! বিতর্কের দিন আমাকে সেদিনের মত মধ্যস্থতার জন্য ডাইকেন কিন্তু! :-)
করেছেন Level 7
না আমি তুহিনের সাথে বিতর্কে যেতে চাই না।যার কারন একটাই।তিনি বলে সপ্তম শ্রেনীতে পড়ে।আর দেখলাম জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান ইত্যাদি বিষয়ে ক্রিটিকেল প্রশ্ন করে।শুধু তাই না তিনি হিসাববিজ্ঞানের অনেক জটিল জটিল প্রশ্ন করে সাথে সাথে তিনিই উত্তর দিয়ে দেয়।আমি তাকে বল্লাম আমি বিশ্বাস করি নি যে আপনি সপ্তম শ্রেনিতে পড়েন কিন্তু তাতে তাকে রাগান্বিত হতে দেখলাম।একটা সপ্তম শ্রেনির ছাত্র কিভাজে এরখম জটিল জটিল প্রশ্ন করতে পারে।
করেছেন Level 7
আসল কথা হল লোকটাকে আমার একেবারেই ভালো লাগে না।
করেছেন Level 6
না, আপনারা যে বিতর্ক করতে চাইছিলেন সেটার কথা বললাম। মজা করে বলেছিলাম।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
17 মে 2020 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন তুহিন Level 7
0 টি উত্তর
13 ফেব্রুয়ারি 2020 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
16 টি উত্তর
19 ডিসেম্বর 2018 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Tanim Level 5
18 টি উত্তর
11 ডিসেম্বর 2018 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন জাহিদ Level 4
18 টি উত্তর
11 ডিসেম্বর 2018 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন জাহিদ Level 4
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...