টমাস আলভা এডিসন, যিনি কিনা স্কুল পরীক্ষায় শত বার ফেল তো করেনই , পাশাপাশি নিজের গবেষণায় হাজার বার ব্যার্থ হন। একবার এক রিপোর্টার তাকে জিজ্ঞাসা করেন, '১ হাজার বার ব্যার্থ হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল?' তিনি বলেন-
'কই! আমি ১ হাজার বার ব্যার্থ হইনি তো! ওগুলো তো লাইট বালব আবিষ্কারের ১ হাজারটি ধাপ ছিল '
আমার কাছেও এই সংজ্ঞাটি প্রযোজ্য। আপাত দৃষ্টিতে যাকে ব্যার্থতা মনে হয় , তা আসলে সফলতার এক একটি ধাপ