130 বার প্রদর্শিত
"পড়াশোনা" বিভাগে করেছেন Level 2

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
বিনিময় হল এক বস্তু দিয়ে অন্যের কাছ থেকে প্রত্যাশিত কিছু নেয়ার উপায়।এটি প্রাচীন কালে ব্যবহৃত হত ।বিনিময় করার দ্বারা আর্থিক সমতা রক্ষা করা যেত না।কেননা ধরুন আপনার কাছে মুরগী আছে আর আমার কাছে চাল ।এখন আমি আপনাকে এক কেজি চাল দিয়ে একটা মুরগী নিলাম এটা বিনিময় ।যা Barter System নামেও পরিচিত।কথা হল এক কেজি চাল আর ১টি মুরগীর দাম সমান হতে পারে না তাই Barter System কে পরিবর্তন করে ক্রমান্বয়ে ব্যবহৃত হতে থাকল শামুক জিনুক কডি পয়সা সিকি এমনকি স্বর্ন রূপ্যের ব্যবহার যা দিয়ে কিছুটা অর্থিক সমঝোতা রক্ষা করা যেত আর সময়ের বিবর্তনে বর্তমানে আর Barter System এর প্রচলন নেই।বর্তমানে যে পদ্ধতিটা প্রচলিত এটা হল লেনদেন ।আর্থিক মূল্যে পরিমাপযোগ্য সকল গঠনা কেই লেনদেন বলে ।লেনদেন হতে হলে কমপর্কে দুটি পক্ষ লাগে আর্থিক মূল্যে পরিমাপ যোগ্য হতে হয় এবং প্রত্যেক পক্ষের সম্মতি থাকতে হয়।এগুলোই বিনিময় এবং লেনদেনের মাঝে পার্থক্য ।আশা করি বোঝতে পেরেছেন।তথ্য গুলো সম্পূর্ন নিজের শিক্ষা থেকে বর্নিত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
0 টি উত্তর
0 টি উত্তর
1 উত্তর
23 মে 2020 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ~MUSAFIR~ Level 2
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...