119 বার প্রদর্শিত
"মতামত" বিভাগে করেছেন Level 6

ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে এইটা তৈরি করেছি। এর সমালোচনা করে ভুলগুলো ধরিয়ে দিবেন কেউ? দেখি আপনি কেমন সমালোচক?!image      

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 7
সবকিছু মোটামুটি ভালোই হয়েছে। তবে শুরুতে E এর মাঝখানে ভেঙে যাওয়াটা আমার কাছে একটু খারাপ মনে হচ্ছে। আপনি E এক সোজা করে দিতে পারেন মাঝখানে। আর আপনার তারাটা পুরো স্কয়ার হয়নি। এক সাইডে একটু বেশি চওড়া। এটা ঠিক করে দিতে পারেন।
করেছেন Level 6
সেই বলেছেন! অনেক অনেক ধন্যবাদ। তবে E টাকে ইচ্ছা করেই এমন করেছি। যাতে একটু স্টাইলিশ হয়।    
করেছেন Level 7
ইফতি ভাই আমকে সহায়তাটা তো করলেন না।
করেছেন Level 6
দেখুন ভালোভাবে , আপনি যা যা চেয়েছিলেন, তা মনে  হয় করেছি। এখন বলবো দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।     

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
16 অগাস্ট 2021 "প্রেম-ভালোবাসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মুক্তা Level 1
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...