বাতরুমে যাওয়ার সময় মাথায় টুপি দিয়ে যাওয়া যাবে কিনা এ নিয়ে কোন সহি হাদিস নেই একটি হাদিসে যা উল্লেখ আছে তাকে বড় বড় সব আলেম বা মুফাস্সিরে কোরআন বলেছেন এটা জাল বা দূর্বল হাদিস।হাদিসটা হল হযযত আয়েশা রাঃ থেকে বর্নিত তিনি বলেছেন হযযত মুহাম্মদ সাঃ যখনেই বাতরুমে যেতেন তখনেই মাথা ঢেকে নিতেন এমনকি সহবাস করার সময় হলেও মাথা ঢেকে নিতেন।কিন্তু কথা হল যেহেতু এই হাদিসটা জাল বা দূর্বল তাই আমরা যদি এই কাজটিকে সুন্নত মনে করে আমল করি তবে গুনাহ হবে তবে প্রত্যেক পুরুষ ও মহিলা ইচ্ছা করলে মাথা খোলা বা ঢেকে বাতরুমে প্রবেশ করতে পারে এতে কোন বাধা নেই।তবে একে সুন্নত বলা যাবে না।