প্রস্রাব করার সময় শরীরে হঠাৎ করে কিছু তাপমাত্রা বেরিয়ে যায়, আমাদের অভ্যন্তরীণ শরীর যেহেতু খুব সেনিসিটিভ সেহেতু এই সামান্য তাপমাত্রার তারতম্যও কাটিয়ে উঠতে হয়। আর তাই ঝাঁকুনি দেয়ার মাধ্যমে আমাদের দেহ তাপমাত্রা সমতায় নিয়ে আসে। খেয়াল করলে দেখবেন দাঁড়িয়ে, অতি দ্রুত প্রস্রাব করার সকয়ই কাঁপুনি হবে কিন্তু ধীরে ধীরে বসে প্রস্রাব করলে আর ঝাঁকুনি লাগবেনা কারন ধীরে প্রস্রাব করলে শরীর ততক্ষণে মানিয়ে নিতে পারে।