278 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 6
ইমাম মাহাদির আগমন সম্পর্কে অনেক সহিহ হাদিস বর্ণিত আছে। তাই এতে কোনো সন্দেহ নেই যে তিনি আসবেন কিনা। আলোচনা করার মত যোগ্যতা  আমার নেই, তবে কিছু হাদিস -

মুহাম্মাদ (সাঃ) মাহাদি সম্পর্কে বলেনঃ

মাহদি আমার বংশে ফাতেমা’র সূত্রধরে আগমন করবে। (আবু দাউদ, হাদিস নং ৩৬০৩/৪২৮৪)

আবু সাঈদ খুদরী (র) নবী (স)হতে বর্ণনা করেন,

আখেরী যামানায় আমার উম্মাতের ভিতরে মাহদীর আগমণ ঘটবে। তাঁর শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, যমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মুহাম্মাদীর সম্মাান বৃদ্ধি পাবে। তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন। (মুস্তাদরাকুল হাকিম হাদীস নং- ৭১১)

মুহাম্মাদ (স) বলেনঃ “আমি তোমাদেরকে মাহদীর আগমণ সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম-নির্যাতন দূর করে ন্যায়-ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আকাশ-যমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। ( মুসনাদে আহমাদ। মাজমাউ য্‌ যাওয়ায়েদ (৭/৩১৩-৩১৪)
করেছেন Level 8
সুন্দর উত্তর দিয়েছেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...