মুফতি বলা হয় সেই ব্যক্তিকে যিনি আরবী "ফিকাহ" নামক শাস্ত্রে অভিজ্ঞ।আল্লামা শব্দের অর্থ মহাজ্ঞানী, কোন বিষয়ে কারো পান্ডিত্য থাকলে তার নামের আগে আল্লামা ব্যবহার করে সেটি পরিচিত করানো হয়। আর মাওলানা শব্দের অর্থ "আমাদের নেতা", সাধারনত মাদ্রাসা থেকে টাইটেল বা কামিল পাশকৃত ব্যক্তিকে মাওলানা বলা হয়।