খুব ভালো একটি প্রশ্ন করেছেন।বর্তমান যুগে ইংরেজি না জানলে আপনি অচল।ভালো চাকরি পাওয়ার ইংরেজি খুবই প্রয়োজন।ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা তাই সকলের ইংরেজী জানা প্রয়োজন।ইংরেজি শিখার জন্য আপনি যা যা করতে পারেনঃ
১) ইংরেজি নিউজ পেপার পড়ুন।বাংলাদেশে ডেলি স্টার পত্রিকা রয়েছে।অন্তত প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ার চেষ্টা করুন।যেসব শব্দ আপনি বুঝবেন না ডিকশনারিতে অর্থ দেখুন।প্রতিদিন নতুন কিছু শব্দের অর্থ শেখার চেষ্টা করুন।
২)ইংরেজিতে কথা বলুন।আপনার বন্ধু বান্ধব যারা ভালো ইংরেজি জানে তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন।
৩) ইংরেজিতে মুভি দেখুন কিংবা ইংরেজি টিভি শো দেখা শুরু করে দিন।
৪) বিভিন্ন নতুন নতুন শব্দ শেখার পর সেগুলি আলাদা খাতায় লিখে রাখুন।
৫) ইউটিউবে বিভিন্ন ইংরেজি গ্রামার শেখার চ্যানেল রয়েছে সেগুলি ফলো করতে পারেন।
যেকোন ভাষা শেখাই একটু কঠিন।এর জন্য ধৈর্য্য ধরে প্রতিদিন প্র্যাকটিস করে যেতে হবে।আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।