ভাই আমাদের নবী রাসূল যেভাবে সবকাজ আদায় করে গেছেন আমরাও ঠিক সেভাবেই তা করার চেষ্টা করব।হাদিসে উল্লেখ আছে যে ৩৩বার সুবাহানাল্লাহ ৩৩বার আলহামদুলিল্লাহ এবং ৩৪বার আল্লাহুআকবার পড়লে জীবনের সকল গুনাহ আল্লাহ তায়ালা মাপ করে দিবেন।আবার এই তাসবিহ গুলোই প্রত্যেকটা একশ বার পড়ার আলাদা ফজিলত।কিন্তু আপনি যদি উদাসিন ভাবে এগুলো আদায় করেন তাহলে আপনি উপরে উল্লেখিত সাওয়াবটা পাবেন না সব কিছুরেই একটা নিয়ম আর নিয়ম না মেনে আমরা যদি অতিরিক্তও কিছু করি তাহলেও আমরা নিদিষ্ট উদ্দেশ্য বা গন্তব্যে পৌছাতে পারব না ।আর নিয়ম মেনে অল্প পরিশ্রমেও আমরা অনেক সাওয়াব আদায় করে নিতে পারি ।একটা উদাহারন দেয়া যাক আমাদের নবি (সা,আ)বলেছেন যে ৩ বার সূরা ইকলাস পাঠ করলে কোরআন শরীফ একবার খতমের সাওয়াব আল্লাহ তায়ালা দান করবেন। এখন আমারা কোরআনের সবচেয়ে বড় সূরাটা যদি ১০বারও পড়ি তাহলেও আমারা ১ খতমের সাওয়াব পাব না অবশ্য প্রত্যেকটি হরফ এর বিনিময়ে যে সাওয়াব আল্লাহ দেন তা পেতে পারি কিন্তু সেই অল্প পরিশ্রমে যে সাওয়াব টা পেতাম তা অন্য ভাবে ১০০গুন বেশি পরিশ্রম করলেও পাব না ।বোঝতে পারলেন।