না ভাই * আপনি যদি ( যেকোনো ওয়াক্তের নামাজেই হোক )একাকি নামাজ আদায় করেন তাহলে কেরাত মনে মনে পড়লে কোনো সমস্যা হবে না অনেকেই এমন আছে একাকি ফরয সালাত আদায়ের সময় কেরাত আওয়াজ করে পড়ে এমনকি আওয়াজ করে তাকবীর দেয় এটাও কোনো ভুল নিয়ম নয়। তবে আপনি যদি জামায়াতের নামাজের ইমামতি করেন তাহলে ফজর ,মাগরীব এবং ইশার ফরয সালাতে অবশ্যই কেরাত আওয়াজ করে পড়তে হবে।আশা করি বোঝতে পেরেছেন।প্রয়োজনে মন্তব্য করতে পারেন।