১৯৩২ সালের অংশীদারি আইনে বলা আছে কোনো নাবালক ব্যক্তি সাধারনত অংশীদার হতে পারে না ।তবে কোনো অংশীদারের মৃত্যুতে তার নাবালক সন্তানকে সীমিত অংশীদার হিসেবে নেয়া যায়।নাবালক থাকা পর্যন্ত তার দায় মূলধন পর্যন্ত সীমিত থাকবে কিন্তু সাবালক প্রাপ্ত হলে ৬ মাসের মধ্যে জানিয়ে দিতে হবে তিনি কি ব্যবসায়ে থাকবে কিনা যদি থাকে তাহলে তখন থেকে তাকে সাধারন অংশীদারের মতো দায়বার বহন করতে হবে ।আশা করি বোঝতে পারলেন।